ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর ও জমির দলিল দেয়ার মধ্যে দিয়ে অনন্য নজির স্থাপন করেছে প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর ও জমির দলিল দেয়ার মধ্যে দিয়ে অনন্য নজির স্থাপন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভূমিহীন অসহায় পরিবারকে আশ্রায়ন প্রকল্পের অধীন ঘর করে দেওয়ায় হত দরিদ্রদের মাঝে আনন্দের জোয়ার বইছে। ছিন্নমূলরা খুঁজে পেয়েছে তাদের স্বপ্নের নীড়।
যতদুর চোখ যায় শুধু দিগন্ত জুড়ে সারি সারি টিলা আর সবুজ বনায়ান। সেই সাথে চোখে পরে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়হীনদের স্বপ্নের ঘর। এমন দৃশ্য মৌলভিবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহি গ্রামের। ভূমি ও গৃহহীনরা তাদের দেয়া ঘর গুলো বুঝে পেয়েছেন।জীবনের আনন্দ সুখ হারানো স্বপ্নহীন মানুষগুলো সুউচ্চ পাহাড়ের মত এখন স্বপ্ন দেখছেন বাঁচার।
শুধু ঘর বা জমি না, তাদের সন্তনরা যাতে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে। সে জন্য স্থাপন করা হয়েছে স্কুল, মসজিদ ও মন্দির সহ নানা অবকাঠামো।