ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মাদারীপুরের ১৪ জনের বাড়ি ফেরা নিয়ে শঙ্কায়
																
								
							
                                - আপডেট সময় : ০৬:৫০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
 - / ১৫৭০ বার পড়া হয়েছে
 
অবৈধপথে ইতালী যাবার সময় গত ১৬ মে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মাদারীপুরের একই গ্রামের ১৪ জন প্রাণে বেঁচে গেলেও, তাদের ফিরে পাওয়ার শঙ্কায় রয়েছে পরিবারগুলো। একজনের কোনো হদিস এখনো পাওয়া যায়নি। বাকী ১৪ জন তিউনিসিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে দালালরা। এদিকে, জেলা প্রশাসক জানান, মানব পাচারে জড়িত দালালদের তালিকা করে ব্যবস্থা নেয়া হবে।
ভাগ্যের চাকা ফেরাতে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইতালী যাবার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ হয় সেন্টু মন্ডল। তার সাথে এই ঘটনায় বেঁচে যায় মাদারীপুর সদর উপজেলার নয়ারচরের ১৪ জন। এই খবরে পরিবারের মাঝে স্বস্তি ফিরলেও ভয় আর আতঙ্ক কাটেনি। স্থানীয়রা জানায়, নয়ারচরের মানবপাচার চক্রের সদস্য মহসিন মাতুব্বর সমুদ্রপথে ইতালী নেয়ার কথা বলে প্রত্যেক পরিবারের কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা করে নেয়।
জেলা প্রশাসক জানান, দালালদের তালিকা করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একাধিক মামলা হলেও রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা এই দালালচক্র বারবার রয়ে যায় ধরা-ছোঁয়ার বাইরে।
																			
																		














