ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১১ জনকে ২০ দিনের কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১১ জনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রেব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এরশাদুর রহমান জানান, ভূঞাপুরের জগৎপুড়া এলাকায় অভিযান চালিয়ে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় ১১ জনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তাদের ২০ দিন করে কারাদণ্ড দেন।এসময় তাদের কাছ থেকে ৫টি ভেকু মেশিন, ৪টি ট্রাক ও ৪৭ হাজার টাকা জব্দ করা হয়। এদিকে, লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
























