ভিসার মেয়াদ বাড়ানো বিমান ও টিকিটের দাবিতে আজও রাজপথে বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ভিসার মেয়াদ বাড়ানো বিমান ও টিকিটের দাবিতে আজও রাজপথে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা।
সৌদি আরবে ফিরে যাওয়ার টিকিট না পেয়ে আজ সকালেও রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে কয়েক হাজার প্রবাসী জমায়েত হয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। একই দাবিতে ইস্কাটনে প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের সামনেও জড়ো হয়েছেন অনেক সৌদী প্রবাসী।
সোমবার মতিঝিলের সামনে প্রথম দফা বিক্ষোভ করেন প্রবাসীরা। এরপর মঙ্গলবার দিনভর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে বিক্ষোভ করেন তারা। আকামা হারানোর ভয়ে দিশেহারা শ্রমিকরা অতিদ্রুত এই সমস্যার সমাধান চান।