ভিডিও গেম খেলতে না দেয়ায় নবম শ্রেণির এক ছাত্রের আত্মহত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে না দেয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরে মোন্নাফ হোসেন নামে নবম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। সকালে দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, অতিরিক্ত গেম খেলার কারণে মোবাইল কেড়ে নেওয়ায় রাগের মাথায় মোন্নাফ গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
এদিকে, শেরপুর নকলায় নিখোঁজের চারদিন পর বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ধনাকুশা মধ্যপাড়ায় মাটির নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।























