ভাস্কর্য বিরোধীতার নামে জাতির পিতা বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে হেফাজত নেতার নামে মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ভাস্কর্য বিরোধীতার নামে জাতির পিতা বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে হেফাজত নেতা মামুনুল, জুনায়েদ বাবুনগরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
সকালে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। এর অর্থ হচ্ছে তিনি সংবিধান সঙ্ঘন করেছেন। এবং বাংলাদেশের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাষ্ট্রের প্রচলিত আইনকে তিনি অসন্মান করেছেন। এ কারণে আমরা এই তিনজন ব্যক্তির বিরুদ্ধে আমরা রাষ্ট্রদ্রোহী মামলা করেছি। আইনজীবী প্রিন্স বলেন,’আরও কিছু ডকুমেন্টের প্রয়োজন আছে। আমরা সেই ডকুমেন্টগুলো মামলার সঙ্গে সংশ্লিষ্ট করবো।