ভাসানচর ঘুরে দেখে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে সম্মত হয়েছে জাতিসংঘ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
শুরুতে আপত্তি তুললেও ভাসানচর ঘুরে দেখে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে সম্মত হয়েছে জাতিসংঘ। ।
একই সঙ্গে জাতিসংঘের সংস্থাগুলোসহ অন্যান্য এনজিও সেখানে কাজ শুরু করতে রাজি হয়েছে। আজ বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘ একটি সমঝোতা স্মারক সই করবে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জাতিসংঘের পক্ষে ইউএনএইচসিআর সই করবে। প্রায় ২০ হাজারের মতো রোহিঙ্গাকে ইতোমধ্যে ভাসানচরে নেয়া হয়েছে। আগামী এপ্রিলের মধ্যে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে সেখানে নেয়ার লক্ষ্য সরকারের।
গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের আগস্ট মাসে লাখ লাখ রোহিঙ্গা নাগরিক কক্সবাজারে এসে আশ্রয় নিতে থাকে। পরবর্তীতে কক্সবাজারের সামাজিক সমস্যা সৃষ্টির প্রেক্ষাপটে তাদের একটি অংশকে হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু করে সরকার।