ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

- আপডেট সময় : ১২:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ২০২২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। রাষ্ট্রভাষার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যারা জীবন উৎসর্গ করেছিলেন, ফুলেল শ্রদ্ধায় সেই ভাষাশহীদদের স্মরণ করছে পুরো জাতি।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর, দলীয় সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনিয়র নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রীর পর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী ও ডেপুটি স্পীকার শামসুল হক টুকু।
এরপর, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি, তিন বাহিনীপ্রধানসহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন করেন, ১৪ দলের নেতাকর্মীরা। ঢাকা দক্ষিণ সিটির মেয়র। বিজিবি মহাপরিচালক, বিভিন্ন কূটনীতিক মিশন প্রধানরা।
এরপর, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন পর্যায়ের মানুষ। এরপরই শ্রদ্ধা নিবেদনে ঢল নামে সাধারণ মানুষের।