ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

- আপডেট সময় : ০১:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে নিজ নিজ এলাকার শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।
একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের স্মরণ করে নগরবাসী। বিহব্বলের করুণ সুরে আইন শৃঙ্খলা বাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় সালামের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।
সিলেটে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার, সিলেট সিটি কর্পোরেশন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা- মহানগর বিএনপিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান।
ময়মনসিংহের টাউনহলের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জে পালিত হচ্ছে দিবসটি।
ঝিনাইদহে রাত ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়