ভার্চুয়াল মাধ্যমে বৈশাখ
- আপডেট সময় : ০৭:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ১৬৭২ বার পড়া হয়েছে
রঙে ভরা বৈশাখ এবার উদযাপিত হয়েছে শুধুমাত্র ভার্চুয়াল মাধ্যমেই। করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউনে ম্যাসেঞ্জার আর মোবাইল এসএমএস-এ শুভেচ্ছা বিনিময়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সবাইকে।রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব সকলেই শুভেচ্ছা বিনিময় করেছেন ভার্চুয়াল মাধ্যমে। তবে ঘরেও ব্যতিক্রমী আয়োজনে নববর্ষ উদযাপন করেছেন অনেকে।
বাঙালীর প্রাণের উৎসব পয়লা বৈশাখ। প্রতিবছরই নানা আয়োজনে এই উৎসব উদযাপন করা হয়। সম্প্রতি করোনাভাইরাসের কারনে এবার ছিলো না তেমন কোন আয়োজন।
তবে শত প্রতিকুলতার মাঝেও উৎসব প্রিয় বাঙ্গালী থেমে থাকেনি। নবর্বষের শুভেচ্ছা বিনিময়ে ভার্চুয়াল মাধ্যমে সরব ছিল তারা । শুধু ম্যাসেঞ্জারে নয়, ব্যক্তিগত ফেইসবুকের টাইম লাইনেও সচেতনতার বার্তাসহ শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
ঘরের মাঝেও বসে নেই সংস্কৃতি কর্মীরা। নিজ উদ্যোগে নাচ আর গান রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
এছাড়া করোনা বিস্তার রোধে সরকারের নির্দেশনা মেনে চলার পাশাপাশি সচেতনতার জন্য ভিডিও বার্তা দিয়েছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

















