ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রংপুরবাসী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে রংপুর নগরবাসী।শ্যামাসুন্দরী খাল ও কেডি ক্যানেল ভরে যাওয়ায় প্লাবিত হয়েছে আশ-পাশের এলাকা। ফলে সড়কে চলাচল করতে পারছে না স্থানীয়রা। অনেকের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে।
সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় রংপুরে ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা আরও দু’দিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে জলাবদ্ধতা নিরসনে ড্রেনগুলোর মুখ এবং শ্যামাসুন্দরী খালের উপর নির্মিত সেতুগুলোর তলা পরিস্কার করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে সিটি কর্পোরেশন। শ্যামাসুন্দরী সংস্কার প্রকল্প পাস হলে নগরবাসীর এ দুর্ভোগ শেষ হবে বলে জানিয়েছে সিটি মেয়র।