ভারতের হাথরাসে দলিত তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৮১৮ বার পড়া হয়েছে
ভারতের হাথরাসে দলিত তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
ঘটনার তিন মাস পর দেয়া চার্জশিটে বলা হয়েছে, ধর্ষণের পর ওই তরুণীকে হত্যা করে অভিযুক্তরা। দিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরে হাথরাস আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। গত ১৪ই সেপ্টেম্বর হাথরাসে দলিত তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে ৪ উচ্চ বর্ণের যুবকের বিরুদ্ধে। পরে দিল্লির হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর। ৩০ সেপ্টেম্বর বাড়ির কাছে তার শেষকৃত্য সম্পন্ন হয়। গভীর রাতে জোর করে শেষকৃত্য করার অভিযোগ ওঠে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশিত হলে ভারতের বিভিন্ন এলাকায় প্রতিবাদের ঝড় ওঠে, দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়।