ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য হতবাক হওয়ার মতো : পররাষ্ট্র উপদেষ্টা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৩০৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য শুধু উদ্বেগজনক নয় হতবাক হওয়ার মত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে বাংলাদেশ। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের অধিবেশন চলাকালীন সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাইড লাইন বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য বৃহস্পতিবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে রাজনাথ সিং বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি যুদ্ধের প্রস্তুতি নিতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেন।