ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবারের বাংলাদেশের তিন বাহিনীর কন্টিজেন্ট অংশগ্রহণ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবারের বাংলাদেশের তিন বাহিনীর কন্টিজেন্ট অংশগ্রহণ করেছে।
রাজশাহীতে ভারতের ৭২তম গণতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। সকালে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ কার্যালয়ের সামনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি। অনুষ্ঠানে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করে শোনান তিনি। পরে তিনি সাংবাদিকদের জানান, ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবারের বাংলাদেশের নৌ, বিমান ও সেনাবাহিনীর ১২২ সদেস্যের কন্টিজেন্ট অংশগ্রহণ করেছে। প্রথম ১০ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা, ভারতের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো বিদেশী বাহিনী এই সম্মান অর্জন করলো।