ভারতের পাইপলাইন দম্ভ চুরমার করে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিতলো শ্রীলংকা

- আপডেট সময় : ০৭:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ভারতের পাইপলাইন দম্ভ চুরমার করে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিতলো শ্রীলংকা। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ৭ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় লঙ্কানরা। শ্রীলংকার উদযাপনের মঞ্চ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে মাত্র ৮১ রান তোলে ভারত। জবাবে ৩৩ বল হাতে রেখে জয় পায় শ্রীলংকা। ৪ উইকেট নিয়ে নিজের ২৪তম জন্মদিনকে স্মরণীয় করে রাখলেন শ্রীলংকার ভানিন্দু হাসারাঙ্গা।
অতি আত্মবিশ্বাস কখনো কখনো ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক যেমনটা হয়েছে ভারতের ক্ষেত্রে। মনে আছে নিশ্চয়ই? ক’দিন আগেই হার্দিক পান্ডিয়া বলেছিলেন, তৃতীয়-চতুর্থ সারির দল নিয়েও যে কোন টুর্নামেন্ট জয়ের সামর্থ্য রাখে ভারত। তবে লঙ্কানরা দেখালো,ভিন্ন বাস্তবতা। তৃতীয় টি-টুয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো শ্রীলংকা।
সিরিজ হারানোর রাতে আরেকটু হলেই বড় লজ্জায় পড়তো ভারত। লঙ্কান স্পিন বিষে নীল হয়ে ৬৩ রানেই ৮ উইকেট হারায় শেখর ধাওয়ানরা। নিজেদের সর্বনিম্ন ৭৪ রানের লজ্জার রেকর্ডটা যখন চোখ রাঙানি দিচ্ছিল, তখন মান বাঁচায় কুলদীপ যাদবের ২৮ বলে করা ২৩ রানের ইনিংস।
তবে সেই রেকর্ড এড়াতে পারলেও ২০ ওভার ব্যাট করে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড এড়ানো সম্ভব হয়নি। শেষমেশ ৮১ তেই থামতে হয় ভারতকে। যা কিনা টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সর্বনিম্ন, সব মিলিয়ে তৃতীয় সর্বনিম্ন স্কোর।
২০ ওভার ব্যাট করে সবচেয়ে কম ৬১ রান তোলার রেকর্ডটি ইরানের। তবে, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বনিম্ন ৭৯ রানের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। যে রেকর্ডের লজ্জা থেকে অল্পের জন্য রক্ষা ভারতের।
৭ উইকেট আর ৩৩ বল হাতে রেখেই মামুলি লক্ষ্যটা পেরিয়ে যায় লঙ্কানরা। যদিও উদ্বোধনী জুটিতে ২৩ রান আসার পর লেগ স্পিনার রাহুল চাহার ভুগিয়েছিলেন শ্রীলঙ্কাকে। চাহারের তিন উইকেট শিকার কেবলই সান্তনা মাত্র।
শেষ পর্যন্ত আর পা হরকায়নি শ্রীলংকার। ধনাঞ্জয়া ডি সিলভার ২৩ রানের সঙ্গে ব্যাট হাতে হাসারাঙ্গার ১৪ রান যথেষ্ট ছিল শ্রীলঙ্কাকে জেতানোর জন্য। ব্যাটে-বলে নিজের জন্মদিন উদযাপনের দিনে ভারতের ‘পাইপলাইন দম্ভ’ নিয়ে রীতিমতো ছেলেখেলাই করলেন হাসারাঙ্গা।
ম্যাচ শেষে প্রতিপক্ষ বোলারদের প্রশংসায় ভারতের কোচ রাহুল দ্রাবিড়। ব্যর্থতায় হতাশ নন বরং এই হারকে ছেলেদের শেখার মঞ্চ হিসেবে দেখছেন সাবেক ভারতীয় অধিনায়ক।