ভারতের নাগরিকত্ব আইন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আজ বৈঠক

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন ও ভারতের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসবে কংগ্রেসসহ বিরোধী দলগুলো।
ভারতের বিরোধীদল কংগ্রেসের নেতৃত্বে এই বৈঠকের প্রধান উদ্দেশ্য হলো দেশের বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করে দেশজুড়ে বিরোধীদলের সমন্বয় তৈরি করে একটি জোট গঠন করা। আজকের বৈঠকে ডিএমকে, এনসিপি, আরজেডি-র পাশাপাশি সিপিএম-সহ বাম দলগুলো অংশ নেবে। তবে এই বৈঠকে যোগ দিবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্রপাধ্যায়, দিল্লির কেজরিওয়াল এবং মায়াবতি। গেলো শনিবার, দিল্লিতে কংগ্রেসর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর দলীয় প্রধান সোনিয়া গান্ধী ‘নাগরিকত্ব আইন বৈষম্যমূলক আইন বলে মন্তব্য করেন। এদিকে, বিরোধী দলগুলো জানায়, বিজেপি বিরোধী এই আন্দোলনকে বাঁচিয়ে রাখতে হলে নিম্ন মধ্যবিত্ত, শ্রমিক, কৃষক, হিন্দু এবং অন্যান্য সংখ্যাগরিষ্ঠদের মধ্যে প্রচার অব্যাহত রাখতে হবে।