ভারতের দাঙ্গা বাংলাদেশে শান্তি, সৌহার্দ্য ও সহযোগিতার জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৯২ বার পড়া হয়েছে
ভারতের দাঙ্গা বাংলাদেশে শান্তি, সৌহার্দ্য ও সহযোগিতার জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে কক্সবাজারের রামু সীমা মহাবিহারের কাছে মেরংলোয়া মাঠে বৌদ্ধ ধর্মীয় গুরু উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথেরর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ কথা বলেন।এসময় বক্তব্য রাখেন বিএনপি’র স্থানীয় কমিটির সদস্য আমির খসরু, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, লুৎফুর রহমান কাজলসহ অনেকে। অনুষ্ঠনে বিএনপি মহাসচিব আরো বলেন, মিথ্যা মামলায় কারান্তরীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন। এজন্য বিএনপি’র পক্ষ থেকে আদালতে জামিন চাওয়া হয়েছে। খালেদা জিয়ার জামিন নামঞ্জুরে আশাহত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।



















