ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের মন্ত্রীসভায় বড় পরিবর্তন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের মন্ত্রীসভায় বড় পরিবর্তন হয়েছে। ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রীসভায় রদবদল করছেন নরেন্দ্র মোদি।
বুধবার সকালেই কয়েক ডজন নেতা হাজির হন নরেন্দ্র মোদির বাসভবনে। তারা সম্প্রসারিত মন্ত্রীসভায় যোগ দিচ্ছেন বলে জানা গেছে। একই সঙ্গে পুরোনো মন্ত্রীদের মধ্যে থেকে কয়েকজন সরে দাঁড়িয়েছেন নতুনদের জন্যে। মোদির মন্ত্রীসভায় বর্তমানে সদস্য রয়েছেন ৫২ জন। অনেক মন্ত্রীর কাছে রয়েছে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব । তাদের এই দায়িত্বভার কমাতে আরও ৪৩ জনকে মন্ত্রী করা হচ্ছে । আর এই দৌড়ে এগিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের একাধিক নেতা ।