ভারতের উত্তরপ্রদেশে ট্রাকের ধাক্কায় রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ভারতের উত্তরপ্রদেশে ট্রাকের ধাক্কায় রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত হয়েছে। ওই শ্রমিকরা রাস্তার ওপরে ঘুমিয়ে ছিলেন।
উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌও থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। তারা মঙ্গলবার রাতে হরিয়ানা থেকে এসেছিলেন। সে সময় রাতে বাসটি যাত্রা বিরতি দিলে শ্রমিকরা ওই বাসের সামনেই রাস্তায় ঘুমিয়ে থাকেন।
ঘুমিয়ে থাকার কারণে বাসের পেছন দিকে ট্রাকের ধাক্কা লাগলে কেউই কিছু বুঝে উঠতে পারেননি। এমনকি সেখান থেকে সরে যাওয়ারও সুযোগ পাননি। ফলে দুর্ঘটনায় একসঙ্গে ১৮ জন শ্রমিক প্রাণ হারান। দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।




















