ভারতে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো প্রদর্শনের বাধা দূর করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান:তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৯:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ভারতে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো প্রদর্শনের বাধা দূর করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যে বাংলাদেশের বেসরসরকারি টিভি চ্যানেলগুলো দেখানো হয়, কিন্তু বাকী রাজ্যগুলোতে চাহিদা থাকলেও তা দেখানো হয় না। তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের ওপর যৌথ চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু হয়েছে। মুজিববর্ষের মধ্যেই যাতে এগুলো শেষ করা যায়, সে ব্যাপারে কাজ চলছে। মন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শ্লীল ভিডিও আপলোড হচ্ছে। যা প্রায় পর্ণছবির কাছাকাছি। এর ফলে ধর্ষণের মতো পরাধ উৎসাহিত হয় বলে মন্তব্য করে এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি।