ভারতে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৬২৭ বার পড়া হয়েছে
ভারতে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩০ জনের । এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪০১ জন।
বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায় । এর আগে মঙ্গলবার ৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ হয় ভারতে। বুধবার ৩৫ হাজার ১৭৮ জন করোনাক্রান্ত হন। বাড়ছে করোনাক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যাও। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৪৩৭ জনের, বুধবার মৃত্যু হয় ৪৪০ জনের। এরপর একদিনের ব্যবধানে আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৯০। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ২৩ লাখ ২২ হাজার ২৫৮ জন, মৃত্যু হয়েছে চার লাখ ৩৩ হাজার ৪৯ জন।


























