ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক রোহিঙ্গাসহ ১০ জন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে বিজিবি’র বিশেষ টহল বাহিনীর সদস্যরা ভারত থেকে আসার সময় কলারোয়ার মাদ্রা, তলুইগাছা ও কাকডাঙা সীমান্ত থেকে ওই রোহিঙ্গা ছাড়াও আটক করা হয় ১০জনকে। তাদের কালীগঞ্জের নলতা আহছানিয়া মিশনের আশ্রয়কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরে কলারোয়া থানায় সোপর্দ করা হবে।