ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ২৮২৫ বার পড়া হয়েছে
১২৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশের মধ্য দিয়ে দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
হিলি স্থল বন্দরের ব্যবসায়ীরা জানান, ভারতে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় চলতি মাসের ১৩ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে টন প্রতি ৫৫০ মার্কিন ডলার থেকে ১৪৫ ডলার কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু ভারতের কাস্টমস সার্ভারে সেটি সংযুক্ত না হওয়ায় পেঁয়াজ আমদানি দুই দিন বন্ধ ছিল। তবে সেই জটিলতা কাটিয়ে শুরু হয়েছে আমদানি। নতুন নিয়ম সার্ভারে সংযুক্ত হওয়ায় টন প্রতি ১০-১৫ টাকা আমদানি খরচ কমেছে। তবে শুল্ক কমালেও ভারতে দাম বাড়ানোয় দেশের বাজারে দামের উপর তেমন প্রভাব পড়বে না। তবে দু-চার দিন গেলে ভারতে দাম কমে আসবে। বর্তমানে আমদানিকৃত পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকার মধ্যে থাকবে বলে জানিয়েছেন তিনি।