ভাইরাসের প্রকোপ ঠেকাতে রংপুরে কয়েক ভাগে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী

- আপডেট সময় : ১১:০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বৈশ্বিক মহমারী করনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে রংপুরে কয়েক ভাগে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই সাথে সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জলকামানে ছিটানো হচ্ছে জীবানু নাশক। আর আক্রান্তদের চিকিৎসায় ১শ বেডের একটি হাসপাতালসহ ১১টি প্রতিষ্ঠান প্রস্তুত রেখেছে স্বাস্থ্য বিভাগ।
রংপুরে করোনা সংক্রমিত রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে নগরীর নব-নির্মিত শিশু হাসপাতাল, রংপুর মেডিক্যালের করোনা ইউনিটসহ ১১টি স্থান ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টিন ও আইসোলেসনের স্থান হিসেবে প্রস্তুত রেখেছে স্বাস্থ্য বিভাগ। তবে সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। এদিকে, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জনসমাগম রোধে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, সংক্রামন থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখতে সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে জনকামানে ছিটানো হচ্ছে জীবানু নাশক। এদিকে, করোনা ভাইরাস শনাক্ত করণে রংপুর মেডিক্যালে স্কানিং মেশিন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।