ভর মৌসুমে ইলিশের দাম আকাশচুম্বী

- আপডেট সময় : ০৩:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ১৯৪৮ বার পড়া হয়েছে
ভর মৌসুম জুলাই মাসেও ইলিশের দাম আকাশচুম্বী। প্রতিদিনই বাড়ছে দাম। ইলিশের দাম নাগালে রাখতে মূল্য নির্ধারণ করে দিতে চাঁদপুর জেলা প্রশাসকের প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় ইলিশের দাম নির্ধারণে ব্যবস্থা নেয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ খুশি হলেও ব্যবসায়ীরা বলছেন, বাস্তবায়ন করা অসম্ভব।
চলতি মৌসুমে ইলিশের দাম তিন দফা বেড়েছে। এক কেজির কম ৯০ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। আর কেজি সাইজের মাছ বিক্রি হচ্ছে ১ লাখ ২০ থেকে ১ লাখ ৪০ হাজার টাকায়। গেলো বছরের চাইতে এ বছর ইলিশের দাম বেড়েছে দ্বিগুনের বেশি।
চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদীতে মিলছে না ইলিশ। তবে অনেকে মনে করছেন আড়তগুলোতে ইলিশের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে।
ইলিশের দাম বৃদ্ধির লাগাম টানতে চাঁদপুরের জেলা প্রশাসক মূল্য নির্ধারণ করে দেয়ার জন্যে প্রস্তাবনা পাঠান গেলো মাসে। কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সারাদিন নদীতে থেকেও কাঙ্খিত ইলিশ পাচ্ছে না জেলেরা। যে কারণে ইলিশ ধরার ব্যয় বেড়েছে কয়েক গুণ। তাই মা ইলিশ রক্ষা ও উৎপাদনে গুরুত্ব দেয়ার আহবান ব্যবসায়ীদের।
দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার পাশাপাশি ইলিশ পাচার রোধ ও কৃত্রিম সংকট দূর করার দাবি চাঁদপুরবাসীর।