ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার যুক্তিতর্ক শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
রাজধানীতে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে। আজই এই মামলার রায়ের দিন ঘোষণা করার কথা রয়েছে।
২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে বাসা থেকে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর। এরপরই জনতার সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদ্রাসা ছাত্রকে আটক করে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করায় বাবুকে হত্যা করা হয়েছে বলে জিকরুল্লাহ ও আরিফুল স্বীকারোক্তি দেন। আটকের সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত তিনটি চাপাতিও উদ্ধার করা হয়।
























