ব্রিজ আছে রাস্তা নাই

- আপডেট সময় : ০৫:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ব্রীজ আছে তবে নেই প্রয়োজনীয় রাস্তা। পার হতে পারে না কোন যানবাহন। কোনো কোনো ব্রীজের উপর শুকানো হচ্ছে পাটখড়ি। আবার কোনটার উপর বসানো হয়েছে খড়ের পালা। এমন অপ্রয়োজনীয় ব্রীজের দেখা মিলবে পাবনার বিভিন্ন উপজেলার গ্রামীণ জনপদে।
পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রামের সিংগা খালের ওপর ২১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে ২০১৫-১৬ অর্থ বছরে নির্মাণ করা হয় একটি ব্রীজ। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে নির্মিত এই ব্রীজের সংযোগ সড়ক না থাকাই কোন কাজেই আসছে না ব্রিজটি। একই অবস্থা ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের পশ্চিম পাড়া খালের উপর নির্মিত ব্রীজের। বর্ষা মৌসুমে সংযোগ সড়ক পানিতে তলিয়ে থাকে। নির্মিত ব্রীজ দুটি উপকারের পরিবর্তে দূর্ভোগ বাড়িয়েছে স্থানীয়দের। শুধু ফরিদপুর কিংবা চাটমোহর উপজেলাতেই নয়, প্রয়োজনীয় সংযোগ সড়ক নেই, এরকম একাধিক ব্রীজ রয়েছে সুজানগর উপজেলাতেও। যেগুলো কোন কাজেই আসে না এলাকাবাসীর।
কোন পরিকল্পনা ছাড়াই প্রকল্প শেষ করে পকেট ভারি করতেই তড়িঘরি করে অপরিকল্পিত ভাবে ব্রীজ গুলো নির্মাণ করা হয়েছে বলে মনে করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের এই শিক্ষক। তবে প্রয়োজনীয় সংযোগ সড়ক নেই, এ ধরনের কোন ব্রীজ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা।
প্রয়োজনীয় রাস্তা নির্মাণের মাধ্যমে ব্রীজ গুলো ব্যবহারযোগ্য করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।