ব্রাহ্মণবাড়িয়ায় বাইকারদের হামলায় দুই ট্রেন চালক আহত
- আপডেট সময় : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৭০৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেন চালককে পিটিয়ে আহত করেছে বেপরোয়া মোটর সাইকেল বাইকাররা। এতে ঢাকা-চট্রগ্রাম-সিলেট লাইনে ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
বিকেলে রেলওয়ে স্টেশন সংলগ্ন ক্রসিং গেইট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সংলগ্ন ক্রসিং অতিক্রম করার সময় কয়েকটি মোটর সাইকেল বেপরোয়াভাবে ক্রসিং পার হতে গেলে একটি মোটর সাইকেল ট্রেনটির সাথে ধাক্কা লাগে। এতে করে মোটরসাইকেল আরোহীরা রেললাইনের পাশে ছিটকে পড়েন। এ সময় ট্রেনচালক ট্রেন থামিয়ে দিলে মোটরসাইকেল আরোহীরা তাদের দলবল নিয়ে ট্রেনের চালক আনোয়ার ও সহকারী চালক জসিমকে ট্রেন থেকে নামিয়ে মারধর করেন। ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।























