ব্রাহ্মণবাড়িয়ার বাকাইলে ঝুঁকি নিয়ে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে উড়াল গ্যাস

- আপডেট সময় : ০২:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বাকাইলে ঝুঁকি নিয়ে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে উড়াল গ্যাস।বাসা-বাড়িসহ বিভিন্ন মাঝারি ও ক্ষুদ্র শিল্প কারখানায় ব্যবহার করা হচ্ছে ভূগর্ভ থেকে উদগীরণ হওয়া এই গ্যাস। এতে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা আশংকা সৃষ্টি হয়েছে। আর এদিকে, প্রতি মাসে কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র।
২০০৮ সালে তিতাস গ্যাস ফিল্ড ৩ নম্বর কূপটি বন্ধ ঘোষণা করার পর থেকে বাকাইল, শ্যামপুর ও আনন্দপুরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকার মাটির নীচে গ্যাস ছড়িয়ে পড়ে। এক যুগেরও বেশি সময় ধরে সদর উপজেলার বাকাইল সংলগ্ন আশপাশের কয়েকটি স্থানে এই গ্যাসের উদগীরণ চলছে। একটি অসাধু চক্র কোনো রকম অনুমোদন ছাড়াই চুন কারখানাসহ মাঝারি বিভিন্ন শিল্প কারখানায় অবৈধভাবে এই গ্যাস সরবরাহ করছে। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে।
অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহা ব্যবস্থাপক মোঃ জাহিদুর রেজা।