ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র ছয় সদস্য করোনা আক্রান্ত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
সকাল থেকে পণ্য নেয়া বন্ধ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে বন্দরে বেশ কয়েকটি পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। আক্রান্ত বিএসএফ সদস্যরা আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে কর্মরত ছিলেন। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজীব উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, চেকপোস্টের শূণ্য রেখায় দায়িত্বে থাকা ছয়জন বিএসএফ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য সকাল থেকে বন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।