ব্রাহ্মণবাড়িয়া জানাজায় লোক সমাগম, এএসপি ও ওসি প্রত্যাহার

- আপডেট সময় : ০৭:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
লকডাউন নির্দেশনা অম্যান্য করে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলা গ্রামে মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো লোকের সমাগমের বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেয়ায়, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন টিটুর পর এবার সার্কেল এএসপি মাসুদ রানা এবং ওসি তদন্ত নুরুল হককে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা জানান, এরই মধ্যে ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। শনিবার সকালে সরাইলের জামিয়া রহমানিয়া মাদরাসা প্রাঙ্গণে খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লকডাউন উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় না রেখেই বহু মানুষ অংশ নেয়। লকডাউনের মধ্যেই জানাযায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়ায় জেলার তিন উপজেলার ৮ গ্রামের বাসিন্দাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করতে ৮টি গ্রামকে লকডাউনের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এ গ্রামের কেউ আগামী ১৪ দিন বাড়ি থেকে বের হলেই আইন শৃঙ্খলাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে।