ব্রহ্মপুত্রের ভাঙ্গনে দিশেহারা কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নবাসী
- আপডেট সময় : ০৮:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
বর্ষার আগেই ব্রহ্মপুত্রের ভাঙ্গনে দিশেহারা কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নবাসী। প্রায় ৩ কিলোমিটার এলাকার ভাঙ্গণে বিলীন হচ্ছে মোল্লারহাট বাজারসহ পাশের ৫ গ্রাম। সংস্কারে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড।
ব্রহ্মপুত্রের তীব্র ভাঙ্গণে গত কয়েক দিনে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের প্রায় শতাধিক ঘর-বাড়িসহ ঐতিহ্যবাহী মোল্লারহাট বাজারের অর্ধেক নদী গর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিদিনই ভাঙ্গণে হারিয়ে যাচ্ছে গাছপালাসহ ফসলী জমি। হুমকিতে পড়েছে বন্যা আশ্রয় কেন্দ্র, ইউনিয়ন পরিষদ ভবন, একটি মাধ্যমিক, ৪টি প্রাথমিক বিদ্যালয়সহ ৪টি মাদ্রাসা।
খোলা আকাশের নীচে ও অন্যের জায়গায় কোন রকমে আশ্রয় নিয়ে দিনযাপন করছে। ভাঙ্গণরোধে দ্রুত ব্যবস্থা না নিলে শেষ আশ্রয়টুকুও হারানোর আতঙ্কে গ্রামবাসী।
এ পরিস্থিতিতে এলাকাবাসীসহ জনপ্রতিনিধিরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন। কোন প্রতিকার না পাওয়ায় নদী পাড়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা জানান, জরুরী ভিত্তিতে ভাঙ্গনরোধের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে।
বর্ষার আগেই ভাঙ্গণরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিসহ স্থানীয়রা।










