ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
 - / ১৫৫৬ বার পড়া হয়েছে
 
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিমলিডার মজিবুর রহমান জানান, দুপুরে নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালা সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে খেলতে গিয়ে ৫ শিশু পানিতে পড়ে যায়। এ সময় দু’জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও তলিয়ে যায় ৩ শিশু। আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবে যাওয়া সায়েম, আহাদ এবং জিহাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
																			
																		













