ব্যাপক পরিবর্তন আনা হয়েছে দেশের সবচেয়ে বড় হাটহাজারী কওমি মাদ্রাসার পরিচালনা পদ্ধতিতে

- আপডেট সময় : ০২:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৬১৭ বার পড়া হয়েছে
আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর এক দিনের মাথায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে দেশের সবচেয়ে বড় হাটহাজারী কওমি মাদ্রাসার পরিচালনা পদ্ধতিতে। একজন মুহতামিমের প্রচলিত প্রথা থেকে তিন সদস্যের পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। গঠন করা হয়েছে শিক্ষা সচিব ও সহকারী শিক্ষা সচিবের নতুন দুটি পদ।
মাদ্রাসাটির সদ্য বিদায়ী ও প্রয়াত মুহতামিম আল্লামা শফির দাফনের কয়েক ঘন্টা পর শনিবার রাতে মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মজলিশে শুরার বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। নতুন দায়িত্ব পাওয়া পরিচালকদের মধ্যে রয়েছেন মাদ্রাসার সহকারি পরিচালক আল্লামা শেখ আহমেদ, মওলানা মুফতি আব্দুস সামাদ ও আল্লামা ইয়াহিয়া। এখন থেকে এই তিনজনের যৌথ সিদ্ধান্তে পরিচালিত হবে ঐতিহ্যবাহী মাদ্রাসাটির যাবতীয় কার্যক্রম।এছাড়া গেল ১৭ জুন আল্লামা শফির সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে শুরার বিশেষ সভায় মাদ্রাসার সহকারি পরিচালক থেকে বাদ পড়া জুনায়েদ বাবুনগরীকে শিক্ষা বিভাগের পরিচালক বা শায়খুল হাদিস হিসেবে নিয়োগ দিয়েছে মজলিসে শুরার সদস্যরা।