ব্যবসায়ীকে কিশোরগঞ্জে নিয়ে হত্যা : মূল হোতা মুয়াজ্জিন জাকির গ্রেফতার

- আপডেট সময় : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ব্যবসায়ী রমিজ উদ্দিন হত্যার আসামী মুয়াজ্জিন জাকির হোসেনকে লক্ষীপুর থেকে গ্রেফতার করেছে রেব। তিন মাস ধরে আত্মগোপনে থাকার পর গেল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ সব কথা জানান তিনি। গত ৩ অক্টোবর গভীর রাতে রমিজকে হত্যা করা হয়। হত্যাকান্ডের ১৫ দিন পরও কর্মস্থলে না যাওয়ায় আইন-শৃঙ্খলাবাহিনী মুয়াজ্জিন জাকির হোসেনকে সন্দেহ করে।
২০০৬ সালে মালাশিয়া থেকে ফিরে গরু ব্যবসা শুরু করেন নরসিংদীর মনোহরদীর রমিজ উদ্দিন। এক পর্যায়ে খামার দেয়ারও পরিকল্পনা করেন তিনি। এ সময় মনোহরদীর একটি সমজিদের মুয়াজ্জিন জাকির হোসেনের সঙ্গে ঘনিষ্টতা হয় তার।
জাকির, কম দামে গরু কেনার লোভ দেখালে, ব্যাংক থেকে ছ’লাখ টাকা তোলে রমিজ। ২ অক্টোবর দু’জনে গরু কেনার জন্য নেত্রকোনার উদ্দেশ্যে বের হন। কিশোরগঞ্জের কাটবাড়ীয়া ডাউকি সমজিদের কাছে পৌঁছালে পরিকল্পনা অনুযায়ী পাশের একটি বাগানে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে রমিজকে হত্যা করে জাকির। পরে, মসজিদে ফজরের নামাজে ঈমামতিও করেন তিনি।
রহস্য উদঘাটনে, ছায়া তদন্তে গত এক বছরের কর্মকান্ড বিশ্লেষন করে জাকির হোসেনকে শনাক্ত করে রেব।
এক প্রশ্নের জবাবে খন্দকার মঈন বলেন, বরখাস্ত মেজর জিয়াকে গ্রেফতারে দেশে-বিদেশে কঠোর তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।