ব্যতিক্রমী নানা উদ্যোগ বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন

- আপডেট সময় : ০৪:০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে ব্যতিক্রমী নানা উদ্যোগ বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর বাঘা উপজেলার এক ইউপি চেয়ারম্যান। গ্রাম থেকে হাটেবাজারেও সামাজিক দুরত্ব বজায় রাখতে ও দরিদ্রদের মাঝে খাদ্যসহায়তা বিতরণে বেছে নিয়েছেন ভিন্ন কৌশল। দেশের সবচে’ কম বয়সী এই চেয়াম্যানের এসব উদ্যোগ সবার মাঝেই ফেলেছে ব্যাপক সাড়া।
দেশের সবচেয়ে কম বয়সী ইউপি চেয়ারম্যান হলেও করোনা পরিস্থিতি মোকাবেলায় অন্যদের তুলনায় খানিকটা এগিয়েই বাঘা উপজেলার পাকুড়িয়ার মেরাজুল ইসলাম। কর্মহীন মানুষদের খাদ্যসহায়তা দিতে ঘটা করে নেই আয়োজন। জনসমাগম এড়াতে মাত্র কয়েকজন স্বেচ্ছাসেবীকে সঙ্গে নিয়ে ভ্যানে চেপে নিজেই ছুটছেন বাড়ি বাড়ি। পাশেই পদ্মার চরে কৃষকদের উৎপাদিত সবজি বাজারে বিক্রি না হওয়ায় নিজেই কিনে নিয়ে বিতরণ করছেন চাল, ডাল ও আলুর সঙ্গে।
সামাজিক দুরত্ব মেনে চলতে গ্রামে গ্রামে গঠন করেছেন কমিটি। এমন কি সাপ্তাহিক হাট ঘিঞ্জি জায়গা থেকে সরিয়ে, নিয়ে গেছেন খোলা মাঠে। হাটে প্রবেশ করতে ও বের হতে হাত ধোয়াও বাধ্যতামূলক। জীবাণুমুক্ত রাখতে গোটা হাটেই অনবরত চলছে স্প্রে।
তরুণ এই চেয়ারম্যান জানান, কেবল সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজ উদ্যোগে তিনি এসব কাজ করছেন।
এখানেই থেমে থাকেন নি মেরাজ চেয়ারম্যান। বোরো ধান কাটতে বিভিন্ন জেলায় যেতে দেড় হাজার শ্রমিককে দিচ্ছেন যাতায়াত খরচ। ভিন্ন এলাকা যেতে দেয়া হচ্ছে প্রত্যয়নপত্রও।