ব্যক্তিগত হাইজিন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে শিক্ষকদের জড়তা কাটাতে নেওয়া হয়েছে উদ্যোগ
- আপডেট সময় : ০৮:২৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
মাধ্যমিকের পাঠ্যসূচিতে ব্যক্তিগত হাইজিন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে অধ্যায় থাকলেও এড়িয়ে যান অনেক শিক্ষক। তবে, শিক্ষকদের জড়তা কাটাতে ও কিশোর-কিশোরীদের সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধিতে নেওয়া হয়েছে সরকারি-বেসরকারি উদ্যোগ।
সঠিক সময়, সঠিক সেবা গ্রহণ না করায় অনেকে আক্রান্ত হচ্ছেন জরায়ু ক্যান্সার ও যৌন রোগসহ নানান জটিল ও কঠিন রোগে। সরকারি সেবা দাতা প্রতিষ্ঠানের কর্মীরা বলেন, কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা নিয়ে সরকারের অনেক উদ্যোগ আছে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী সেবা নিতে আসছেনা কেউ।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে স্থাপন করা হয়েছে আধুনিক কিশোর কিশোরী কর্ণার।
শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে সংশ্লিষ্ট বিষয়ের প্রতি গুরুত্ব, সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা শিক্ষক নিয়োগ ও শিক্ষকদের জড়তা কাটিয়ে উঠতে নানান পদক্ষেপের কথা জানান জেলা শিক্ষা অফিসার।
কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ নানা উদ্যোগের কথা জানান জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক।
প্রজনন স্বাস্থ্যসেবা শিক্ষা, প্রচার ও বাস্তবায়নের মাধ্যমে আগামীতে একটি সুস্থ, সবল ও স্বাভাবিক জনগোষ্ঠী গড়ে তুলা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।










