বোচাগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৮০১ বার পড়া হয়েছে
দিনাজপুরে বোচাগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে কলেজের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মৌন মিছিলসহ স্মারকলিপি দিয়েছে কলেজের শিক্ষক-কর্মচারীরা।
সকালে মিছিলসহ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার জানায়, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অভিযোগে ওঠে গত বছরের মে মাসের ১৮ তারিখে একটি অভ্যন্তরীন অডিটে অধ্যক্ষ মনজুর আলম ও অফিস সহকারী নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে অডিট কমিটি । অনুসন্ধানে বেরিয়ে আসে কলেজ অধ্যক্ষ মন্জুর আলিম এবং অফিস সহকারী নির্মল চন্দ্র কলেজের বিভিন্ন খাত থেকে ভুয়া বিল এবং নানা অনিয়ম করে সর্বমোট ২ কেটি ৯১ লক্ষ ৭০ হাজার ১৭৮ টাকা আত্মসাৎ করে। এই মর্মে রিপোটও প্রদান করেছে অডিট কমিটি।
















