বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি

- আপডেট সময় : ০৫:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ১৭৯৪ বার পড়া হয়েছে
সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এতে অচল হয়ে পড়েছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়।
সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সমানে অবস্থান নেন শিক্ষক,কর্মকর্তা- ও কর্মচারীরা। এছাড়াও প্রসাশনিক কাজ বন্ধ করে রেজিস্টার ভবনের সামনে অবস্থান নেন আরেকটি অংশ।
আন্দোলনকারীদের অভিযোগ, বৈষম্যমূলক এই পেনশন স্কীম জোর করে চাপিয়ে দেয়া হয়েছে। তাই এই স্কীম প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে কর্মবিরতির এই কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করছে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তারা জানান, দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি চলবে।