বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে থাকবেন শায়খ আহমাদুল্লাহ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ১৭১৬ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হতাহত পরিবারের পাশে আজীবন থাকার প্রতিশ্রুতি দিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
এছাড়া সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
সকালে রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের মধ্যে ১০৯ এতিমসহ ৩শ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে এসব কথা বলেন তিনি। যেকোন প্রয়োজনে আস সুন্নাহ ফাউন্ডেশন যোগাযোগ করার আহবান জানান সংস্থাটির চেয়ারম্যান। বলেন, এর আগে আস সুন্নাহ ফাউন্ডেশন ১৯১ পরিবারের কাছে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছিল। তার ধারাবাহিকতায় ৩শ শহীদ পরিবারের মাঝে ১ লাখ চেক তুলে দেয়া হলো। এর মধ্যে এতিম পরিবার ১০৯, সাধারণ পরিবার ১৮৯ এবং হিন্দু পরিবার ছিল ২ টি।













