বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেও ভ্যাট সংগ্রহ করবে সরকার

- আপডেট সময় : ০৯:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
রাজস্ব বোর্ডের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাট সংগ্রহ করবে সরকার। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে দুটি গুরুত্বপূর্ণ শহরের তিনটি অঞ্চলের ভ্যাট সংগ্রহের দায়িত্ব দেয়া হচ্ছে জেনেক্স ইনফোসিস লিমিটেডকে।
সকালে রাজস্ব ভবনে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। আগামী পাঁচ বছরের মধ্যে ৩ লাখ দোকানে ইএফডি যন্ত্র বসানো হবে। যন্ত্রটির তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে ওই প্রতিষ্ঠানটিকে। ক্রেতাকে ইএফডিতে উদ্বুদ্ধ করতে, মেশিন থেকে তৈরি রশিদ দিয়ে লটারির ব্যবস্থা থাকবে। লটারিতে প্রথম ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ১ লাখ ও ৫০ হাজার টাকা দেওয়ার কথা রয়েছে। ২০১৯ এর জুনে নতুন ভ্যাট আইন চালু হয়। এর আওতায় রাজস্ব বোর্ড স্বয়ংক্রিয় ও অনলাইনভিত্তিক কর ব্যবস্থা প্রবর্তনের বিভিন্ন উদ্যোগ নেয়। এবার তৃতীয় পক্ষের হাতে তুলে দিয়ে ইএফডিতে সফলতা আসবে বলে জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।