সাবেক বেলজিয়ান মিডফিল্ডার মারুয়ানে ফেলাইনি করোনাভাইরাসে আক্রান্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
চীনে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক বেলজিয়ান মিডফিল্ডার মারুয়ানে ফেলাইনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের খবরটি নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
গেলো ২০ মার্চ জিনানে ট্রেনে যাত্রা করার পর তার শরীরে করোনার ভাইরাস পাওয়া যায়। কোভিড-১৯ চীন থেকে শুরু হলেও এতদিন এই দেশের কোনো ফুটবলারের আক্রান্ত হয়নি। তবে ৩২ বছর বয়সী ফেলাইনি-ই দেশটিতে খেলা প্রথম ফুটবলার যিনি করোনায় পজিটিভ হয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটন ও ম্যানইউর হয়ে খেলা ফেলাইনি বর্তমানে চাইনিজ সুপার লিগ দল শ্যানডং লুনেং’র হয়ে খেলছেন। ম্যানইউতে ৫ বছর খেলার পর শ্যানডং লুনেং-এ ২০১৯ সালে যোগ দেন ফেলাইনি।