বেনাপোল স্থল বন্দর দিয়ে এক সপ্তাহে প্রায় আড়াই হাজার বাংলাদেশী ভারত থেকে দেশে ফিরেছেন

- আপডেট সময় : ০২:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বেনাপোল স্থল বন্দর দিয়ে এক সপ্তাহে প্রায় আড়াই হাজার বাংলাদেশী ভারত থেকে দেশে ফিরেছেন। তবে এদের আর বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না।
১৩ মে সরকারি আদেশে জানানো হয়, যাদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ নেই তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে না। আর যাদের দেহ করোনা উপসর্গ পাওয়া যাবে, তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হবে। ১০ মে থেকে ১৬ মে পর্যন্ত ২ হাজার ১শ’ ৯৪ জন বাংলাদেশী পর্যটক দেশে ফিরে আসেন। আজ আরো দেড়শ’ পাসপোর্টযাত্রী দেশে ফিরেছে। বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহসিনউদ্দিন জানান, যাদের শরীরে করোনা উপসর্গ থাকবে না তাদের হোমকোয়ারেন্টাইনে রাখা হবে। আর যাদের করোনা উপসর্গ পাওয়া যাবে তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হবে। ভারত থেকে বর্তমানে যারা বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের স্বাভাবিক নিয়মেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।