বেনাপোল চেকপোস্টে আইজিএম এন্ট্রি চালু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আমদানি-রপ্তানি গতিশীল ও সহজ করতে বেনাপোল চেকপোস্টে আইজিএম এন্ট্রি চালু হয়েছে। নতুন এ পদ্ধতি চালু হওয়ায় কমেছে পন্যজটসহ নানা ভোগান্তি।
এতোদিন আলাদা তিনটি জায়গায় ডাটা এন্ট্রির পর বেনাপোল বন্দরে অনুমতি মিলতো আমদানি পন্য চালানের। রপ্তানি পণ্যের বেলায়ও একই নিয়ম ছিল। আইজিএম সিস্টেম চালু হওয়ায় এখন মাত্র এক জায়গায় এন্ট্রি করলেই মিলছে সমাধান। সময় ও ভোগান্তি কমায় খুশি ব্যবসায়িরা।
ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢুকতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগতো। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হতো বলে জানায়, সংশ্লিষ্টরা।
এক জায়গায় ডাটা এন্ট্রি সিস্টেম চালু হওয়ায় বেনাপোল স্থল বন্দরে কাজের গতি বাড়বে বলে মনে করেন, এই কর্মকর্তা।
ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৩৫০ থেকে চার’শ পন্যবাহী গাড়ি দেশে ঢোকে। একইপথে এক’শ থেকে দেড়’শ ট্রাক ভারতে যায়।



















