বেনাপোল ইমিগ্রেশন এলাকায় যাত্রী হয়রানীকালে ৬ প্রতারক আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বেনাপোলে পাসপোর্ট যাত্রী হয়রানীকালে ৬ প্রতারককে আটক করেছে পুলিশ। বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ছয়জনের বাড়ি বেনাপোলের সাদিপুর ও দুর্গাপুর গ্রামে। দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, পাসপোর্ট যাত্রীদের সহজে ভারত গমন, মানি এক্সচেঞ্জসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের কয়েকজনকে জিম্মি করে প্রাণনাশের হুমকি দিয়ে অর্থ ছিনিয়ে নেয় তারা। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে থেকে ৬ জনকে আটক করা হয়।