বেগম রোকেয়া দিবস আজ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
 - / ১৫৯৪ বার পড়া হয়েছে
 
বেগম রোকেয়া দিবস আজ। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এদিন সারাদেশে জাতীয়ভাবে রোকেয়া দিবস পালন করা হয়।
দিনটি উপলক্ষে এবারও সরকারি-বেসরকারি উদ্যোগে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি বলেছেন, বেগম রোকেয়া শুধু নারী শিক্ষারই অগ্রদূত ছিলেন না, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী নিবেদিত প্রাণ একজন সমাজকর্মী। বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন একজন আধুনিক নারী। প্রধানমন্ত্রী আরো বলেন, বেগম রোকেয়া উপলব্ধি করেছিলেন রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তার এই উপলব্ধি ও আদর্শ বাংলাদেশের নারী সমাজকে অনুপ্রেরণা জোগায়।
																			
																		













