বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয় : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অনৈতিক, অবৈধ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে নিয়ে কটূক্তি করছেন অনির্বাচিত সরকার প্রধান। খালেদা জিয়া ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন দাবি করে তিনি বলেন, ডাক্তাররা বারবার বিদেশে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য বললেও সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে কর্ণপাত করছে না। বিএনপি মহাসচিব বলেন, হত্যা-গুম-খুন করে দেশকে জিম্মি করে রেখেছে সরকার। তাই বিএনপির সামনে আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প পথ খোলা নেই। দলকে সংগঠিত করে গণআন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করা হবে বলেও জানান মির্জা ফখরুল।