বেগম খালেদা জিয়ার কখনও সেফ এক্সিটের প্রয়োজন হয়নি : রিজভী
- আপডেট সময় : ০৭:০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১৮৩১ বার পড়া হয়েছে
নেতার অন্তরে সততার আলো থাকলে হাজার অভিযোগের পরও তার সেফ এক্সিট প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার কখনও সেফ এক্সিটের প্রয়োজন হয়নি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,কূটনীতিকরা কে কার বাসায় বৈঠক করলো সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে বিএনপি প্রতিনিধি দল।
বৈঠক শেষে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান,দেশে বিনিয়োগ পরিবেশের জন্য দরকার নির্বাচন ও স্থিতিশীলতা।
আওয়ামী লীগ নেতার বাসায় কূটনীতিকদের বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, এমন অনেক মিটিং হচ্ছে যা কেউ জানে না।
এদিকে,নীলফামারিতে, আমরা বিএনপি পরিবারের পক্ষে থেকে ঘানিটানা প্রবীণ দম্পতিকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে, রুহুল কবির রিজভী বলেন, যেসব নেতাদের অন্তরে সততার আলো থাকে তাদের নিরাপত্তার জন্য দেশ থেকে পালাতে হয় না।
শেখ হাসিনার সময় নানা প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।




















