বৃহস্পতিবার থেকে সারা দেশে চলবে ট্রেন

- আপডেট সময় : ০১:৪৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার থেকে সারা দেশে চলবে ট্রেন। আজ সকাল ৮টা থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে । কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় সারাদেশে যাত্রীবাহী ৩৮টি আন্তঃনগর এবং ১৯টি মেইল ও কমিউটার ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে।
কাল ১৫ জুলাই থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সারাদেশে বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চলবে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার থেকে টিকিট বিক্রির কথা থাকলেও তা সম্ভব হয়নি। ৫ ঘন্টারও বেশি সময় টিকিট পেতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদেরকে। কোরবানির ঈদ সামনে রেখে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২২ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে বলে জানায় রেলপথ মন্ত্রণালয়। এদিকে, সরকারের বিধিনিষেধে দেয়া শর্ত মেনে চলবে নৌপথের যান। কেউ শর্ত ভঙ্গ করলে যাত্রীদের পাশাপাশি মালিককে জরিমানার আওতায় আনার সরকারী নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদকে সামনে রেখে বিধিনিষেধের শিথিল সময়ে অভ্যন্তরীণ রুটে আবারও বিমান চলবে আগামী ১৫ জুলাই থেকে। ২৩ জুলাই পর্যন্ত এই ফ্লাইট চলবে ।