বৃষ্টির পানিতে ফের তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিস্তৃর্ণ নিচু এলাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
বৃষ্টির পানিতে ফের তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ, মুরাদপুর হালিশহর, ষোলশহর, বাকুলিয়া, চাক্তাই, খাতুনগঞ্জসহ বিস্তৃর্ণ নিচু এলাকা।
মৌসুমী বায়ুর প্রভাবে বেশ কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে। এরই ধারাবাহিকতায় ভোর থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয় নগরীতে। সকাল ৯ টার পর খাল ও নালা নর্দমা উপচে পড়ে পানিতে। রাস্তা ঘাট ছাপিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ে মানুষের বাসাবাড়ি ও দোকানপাটে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েন নগরবাসী। আবহাওয়া অফিস জানায়, সকাল ৯ টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা। সকাল ৬ টার পর সাগর ও নদীতে জোয়ার শুরু হওয়ার পাশাপাশি বিভিন্ন খাল ও নালা নর্দমাগুলো পরিস্কার না থাকায় বৃষ্টির পানি সময়মত নামতে পারেনি। এতে জলাবদ্ধতা তৈরী হয় নগরীতে।

















